রবিবার সকালে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। ঘটনা বিশ্রামগঞ্জ কাপড় বাজারে। এদিন সকালে বাজারে হঠাৎ করে ব্যবসায়ীরা দেখতে পায় অপরিচিত এক ব্যক্তি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনী এবং বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এরপর বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়। ঘটনাটি জানানো হয় বিশালগড় মহকুমা শাসককে। মৃতদেহটি ৭২ ঘন্টা বিশ্রামগঞ্জ হাসপাতালে মর্গে রাখা হবে। যদি ৭২ ঘণ্টার মধ্যে মৃতদেহটির খোঁজ করতে কেউ না আসে তাহলে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মৃতদেহটি কে দাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিশ্রামগঞ্জ বাজার সহ আশপাশ এলাকার অনেকেরই দাবি মৃতদেহটি ভবঘুরের। মৃত ব্যক্তির পরিচয় জানতে তল্লাসি জারি রেখেছে পুলিশ।