রাত পোহালেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন । মুখোমুখি লড়ইয়ে জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিন্হা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রার্থী দ্রৌপদী। বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত। দ্রৌপদী জয়যুক্ত হলে জনজাতি সম্প্রদায় থেকে এই প্রথম কাউকে রাষ্ট্রপতি হিসেবে পাবে দেশ। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবেও দেশের ইতিহাসে নাম নথিভুক্ত হবে তাঁর। অন্য দিকে, দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ দিনের অভিজ্ঞতাসম্পন্ন যশবন্ত। সংখ্যার নিরিখে তাঁর জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ভোটগ্রহণের ক্ষেত্রে যে কোনও মুহূর্তে পটপরিবর্তন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।