২৭শে ফেব্রুয়ারি ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের মৃত্যু বার্ষিকী। আজাদ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওরা গ্রামে ১৯০৬ সালের ২৩শে জুলাই জন্মগ্রহণ করেন।এরপর ১৯৩১ সালের ২৭শে ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান। এবছর স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীর ৯৩ তম মৃত্যু বার্ষিকী। এদিন গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতি বছরের মত এবছরও বিপ্লবী চন্দ্রশেখর আজাদের মৃত্যু বার্ষিকী পালন করল অল ইন্ডিয়া ডি এস ও। এদিন AIDSO ও AIDYO যৌথ উদ্যোগে বীর শহীদ চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস পালন করা হয় রাজধানীর বটতলা এলাকায়। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত সংগঠনের সদস্য সদস্যারা শহীদ চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে মাল্যদান করে বীর শহীদকে শ্রদ্ধা জানায়।এবিষয়ে সংগঠনের এক নেতৃত্ব জানান, শহীদ চন্দ্রশেখর আজাদ, শহিদ ক্ষুদিরাম বসু, সুখদেব, ভগৎ সিং তাদের আত্মজীবনী আজকের ইতিহাস বইয়ে নেই। যাদের জন্য দেশ আজ স্বাধীন হয়েছে বা স্বাধীনতা অর্জন করেছে। আজকের ছাত্র, যুব সমাজ তাদের জীবনী সম্পর্কে কিছুই জানে না। তাই বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদ যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তা এই দিনটির মাধ্যমে আজকের ছাত্র, যুব সমাজের মধ্যে তুলে ধরা প্রয়োজন বলে তিনি জানান। তাদের জীবনের বিনিময়েই দেশ আজ স্বাধীন হয়েছে।