মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয় উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যে । সোমবার রাতের পর মঙ্গলবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়। যদিও কম্পনের তীব্রতা ছিল অনেকটাই কম। তবে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দু-বার ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই রাজ্যে ।জাতীয় ভূকম্প সেন্টার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৫৭ মিনিট নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় মেঘালয়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭ এবং কম্পনের উৎসস্থল ছিল তুরার ৫৯ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে। এটা ছিল এদিনের দ্বিতীয় ভূমিকম্প।প্রথম কম্পনটি অনুভূত হয় সোমবার রাত ২ টা ৪৬ মিনিট নাগাদ। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.২। সেই কম্পনের উৎসস্থল ছিল মণিপুরের নোনি এলাকা, ভূ-পৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। যদিও দুটি ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দুবার ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র ।