গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ জেলার গণদেবতারা যেভাবে স্বতস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে তাতে পরিস্কার চিত্র ফুটে উঠেছে বাম কংগ্রেস জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। মঙ্গলবার দুপুরে কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী। এর আগে কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক শান্তি সভায় অনুষ্ঠিত হয়। শান্তিসভায় দলের সমস্ত কর্মীদের কোন প্ররোচনায় পা না দিয়ে সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন (বাইট) উপস্থিত ছিলেন পিসিসির সহ সভাপতি ভোলানাথ ধর,জেলা সাধারন সম্পাদক মানিক চন্দ্র দাস,জেলা যুব কংগ্রেস সভাপতি অজয় দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা