এখন বসন্তকাল। আর এই বসন্তেই গোটা দেশ জুড়ে পালিত হয় রং এর উৎসব হোলি। তিথি অনুযায়ী আগামী ৭ মার্চ হোলি। কিন্তু দেশের উত্তর পূর্বের ছোট রাজ্য ত্রিপুরাতে এবার রং এর উৎসব হোলি অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। কারন অবশ্যই বিধানসভা নির্বাচন। ভোট গ্রহণ গত ১৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ২ মার্চ হবে ভোট গননা। স্বাভাবিক ভাবেই বাজার গুলিতে রং ব্যবসায়ীদের ব্যস্ততা এখন তুঙ্গে। ইতিমধ্যেই তারা পসরা সাজিয়ে বসে গেছেন। তবে উল্লেখ করার বিষয় হলো, সোমবার রাত থেকে আচমকাই গেরুয়া আবিরের চাহিদা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। শুধু তাই নয়, গেরুয়া আবিরের দাম ও অনেকটা বেড়ে গেছে। জানালেন, মহারাজগঞ্জ বাজারের এক রং ব্যবসায়ী