বিশালগড় মধ্য লক্ষীবিল সরকারটিলা বাইপাস লকডাউন বাজার সংলগ্ন সড়কে ইকো গাড়ি দুর্ঘটনা গুরুতর ভাবে আহত শিশু সহ ৫ জন মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিটে। জানাযায় আগরতলা থেকে TR01AM0408 নাম্বারে ইক্কু গাড়ি করে উদয়পুর যাচ্ছিলেন বিশালগড় মনোরঞ্জন চক্রবর্তীর সহ ওনার পরিবারের ৮জন সদস্য। মধ্য লক্ষিবিল সরকারটিলা লকডাউন বাজার এলাকায় আসতে মনোরঞ্জন চক্রবর্তী ওনার পরিবারের সদস্যদের গাড়ি থেকে বোনের বাড়ি দেখতে বলেছিলেন। ঠিক সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লকডাউন বাজার সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে লকডাউন বাজার সংলগ্ন এলাকার সমস্ত ব্যবসায়ীরা সহ পদচারীরা দ্রুত ছুটে আসেন। গভীর খাদে পড়ে যাওয়া মনোরঞ্জন চক্রবর্তীর সমস্ত সদস্যদের দুর্ঘটনা গ্রস্থ ইকো গাড়ি থেকে উদ্ধার করেন। এই দুর্ঘটনার ফলে আহত হলো শিশু সহ মনোরঞ্জন চক্রবর্তীর পরিবারের ৫ জন সদস্য। তাদেরকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।এই দুর্ঘটনায় ফলে অল্পেতে প্রাণে বাঁচলো পরিবারের সমস্ত সদস্যরা। বর্তমানে সকলকে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা করাতে দ্রুত পরামর্শ দেয় বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক