চুরাইবাড়ি থানাধীন বাঘন উচ্চ মাধ্যমিক স্কুলের মিড-ডে-মিল অর্গানাইজার আব্দুল মান্নান সকালে বাইসাইকেলে করে চালের বস্তা বাড়িতে যাবার সময় গ্রামবাসীরা তাকে পাকড়াও করে। পরে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। ছুটে যান এসআই শিবুরঞ্জন দেবনাথ। সেখানে তিনি চালের বস্তা ও বাইসাইকেল আটক করে থানায় নিয়ে আসতে চাইলে আব্দুল মান্নানের স্ত্রী ইট দিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে আহত হন এসআই।