রবিবার সকালে নন্দননগর সেনপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে মোবাইল নিয়ে বিবাদকে কেন্দ্র করে স্ত্রী সহ তিন বোন মিলে গৃহবধূর স্বামীকে বেধরক মারধর করা হয়।। এতেই আহত হন সাধন দাস নামে ২৫ বছরের এক যুবক।। আক্রান্ত যুবক জানান তার স্ত্রী প্রতিনিয়ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।। রবিবার সকালে তারই প্রতিবাদ জানিয়ে সাধন দাস তার স্ত্রীর কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেন নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে সাধন দাস।। এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে সাধন দাসের স্ত্রী এবং তিন বোন মিলে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সাধন দাসকে বেধড়ক মারধর করে।। পরে সাধন দাস কোনভাবে আত্মরক্ষা করে তাদের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়।। সেখান থেকে আনা হয় জিবি হাসপাতালে চিকিৎসার জন্য।। সাধন দাস জানান এই বিষয় নিয়ে স্ত্রী সহ ৩ বোনের বিরুদ্ধে থানার একটি মামলা করবে।।