মাছ ধরতে গিয়ে গোমতীর জলে তলিয়ে গেলেন জীবন কুমার জমাতিয়া নামে এক ব্যক্তি। ঘটনা কাঁকড়াবন থানাধীন আমতলি এলাকায়। কাকড়াবন আমতলী এলাকায় গোমতী নদীতে জীবনজমাতীয়া নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জলের নিচে তলিয়ে যায়। পরবর্তী সময় এন ডি আর এফ ডিজেস্টার ম্যানেজমেন্ট এবং উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জোর কদমে তল্লাশি চালালেও সন্ধ্যা অব্দি এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি ঘটনাস্থলে উদয়পুর থানার পুলিশ সহ অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল উপস্থিত রয়েছে।