২৩’র বিধানসভা নির্বাচনে বিরোধী ঐক্যের । জল্পনার মাঝেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে সুদীপ-মানিক রুদ্ধদ্বার বৈঠক। যদিও সুদীপ বর্মন তা নিয়ে সাংবাদিকদের সামনে কিছু বলতে চায়নি, সৌজন্য সাক্ষাৎ বলেই অভিমত দিয়েছেন ।
কিছুদিন আগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মলনে বলেছিলেন সমস্ত বিরোধী দল গুলোকে নিয়ে একত্রে বসা হবে। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল বিরোধী জোটের। ২০২৩’র বিধানসভা নির্বাচনে মহা জোটের সম্ভাবনা প্রবল রয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মনের বক্তব্যের পর বিরোধী ঐক্য নিয়ে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গলাতেও প্রায় ইতিবাচক সুর শোনা যায়। তাছাড়া সি পি এই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও এই বিষয়ে ইঙ্গিত পুর্ন বক্তব্য দিয়েছিলেন।
এদিকে বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে তোপ দেগেছিল শাসক দল বি জে পি। শাসক দলের বক্তব্য ছিল বাম- কংগ্রেস হল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সাংবাদিক সম্মেলনে এও বলা হয়েছিল যদি বাম কংগ্রেস জোট হয় তাহলে আখেরে লাভের লাভ কিছুই হবে না।

প্রসঙ্গত বিরোধী ঐক্য হলে তার মুখ কে হবে তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। এদিকে বিরোধী ঐক্যে মূল ভমিকা থাকতে পারে পাহাড়ে ক্ষমতায় থাকা তিপ্রা মথা দলের। যদিও তিপ্রা মথার তরফে এই জোটে যাওয়ার তেমন কোন ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।
সুদীপ রায় বর্মন এবং প্রদ্যুৎ কিশোর দেব্বর্মনের সম্পর্ক বেশ ভাল বলেই রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছে ইতি মধ্যেই একপ্রস্ত আলোচনা শেষ হয়ে গেছে বাম-কংগ্রেস-মথার মধ্যে। যদিও তার প্রকাশ্যে কোন ঘোষণা নেই।
২৩’র বিধানসভা নির্বাচনে পাহাড় একটা বিশাল ফ্যাক্টর হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেইদিক থেকে প্রদ্যুৎ কিশোরের দল বিরোধী ঐক্যে এক বিশাল ভুমিকায় থাকার কথা।
যদিও প্রদ্যুৎ কিশোর কে নিজেদের দিকে টানতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল বি জে পি। শাসক দল বি জে পি’র জোট শরিক আই পি এফ টি দল প্রায় সবকটি নির্বাচনেই ধরাশায়ী হয়েছে। তাই আই পি এফ টি দলের উপর এর আস্থা রাখতে পারছে না শাসক বি জে পি এমনটাই সূত্রের খবর।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন করা হয়েছে আর তাকেই হাতিয়ার করেছে বিরোধী দল গুলো। তাদের দাবী আগের মুখ্যমন্ত্রীর দোষ ঢাকতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা একের পর এক কাজের মাধ্যমে প্রমান করতে চাইছেন তিনি রাজ্যের জন্য কাজ করতে এসেছেন।
সর্বোপরি এখন এটাই দেখার ২৩’র আগে বিরোধী ঐক্যের ঐক্য কতখানি থাকে। কারন এর আগেও বহু বিরোধী ঐক্য হলেও জোটের মুখ নিয়ে বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল প্রায় প্রতিবারই।