দিকে দিকে যখন রাজ্যে বাল্ড ব্যাংকগুলোতে রক্তশূন্যতা দেখা দিয়েছে , তখন রক্তের জন্য হাহাকার করছে রোগীর আত্মীয় পরিজনরা, এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা বন্ধুবান্ধব এর সহযোগিতায় রক্তের ব্যবস্থা করছে রুগীর আত্মীয় স্বজনরা, কিন্তু রক্ত দিতে গিয়ে একাংশ হাসপাতাল গিয়ে হেনস্তা স্বীকার হচ্ছে স্বেচ্ছ সেবক রক্ত দাতারা , হয়তোবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও রক্ত দিতে পারছে না নতো বা নানা ধরনের দুর ব্যবহারের শিকার হতে হয়, এমন এক ঘটনা ঘটেছে আজ উদয়পুর গোমতী জেলা হাসপাতালে, জামজুরি এলাকার নিখিল সূত্রধর নামের এক রোগীকে রক্ত দান করতে যায় মেলাঘরের এক রক্তদাতা,রক্ত দান করতে গিয়ে দীর্ঘ দুই তিন ঘন্টা দাঁড়িয়ে থাকলেও দেখে মিলে নি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের, দীর্ঘ সময় পর একজন কর্মী আসলে, এত সময় কোথায় ছিলেন এই কারণ জিজ্ঞেস করতেই তেলে বেগুনে জ্বলে ওঠে , রক্তদাতা সহ রোগীর আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এমন ভাবেই চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল, ব্লাড ব্যাংকের নেই রক্ত, স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত দিতে গিয়েও হেনস্থা স্বীকার হতে হয়। অভিযোগ রয়েছে স্বাস্থ্য পরিষেবাতেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসলেন পাবিয়া ছড়ার বিধায়ক তথা নবনির্বাচিত মন্ত্রী সুধাংশু দাস
Next post কোচি শহরে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস।
%d bloggers like this: