রাজ্যে বর্তমানে রক্ত সঙ্কট চলছে l রক্তের অভাবে রাজ্যে বহু মুমুশু রোগীর মৃত্যু হচ্ছে l তাই রাজ্যে রক্ত এর সঙ্কট দূর করতে ব্লাড ব্যাঙ্কের আহ্বানে সাড়া দিয়ে রবিবার ত্রিপুরা ক্রীড়া পরিষদের উদ্যোগে এনএসআরসিসি হলে এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় l এদিন আই জি এম এর ব্লাড ব্যাঙ্কে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব সরযু চক্রবর্তী সহ অন্যান্যরা l এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্ত দাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গিয়েছে