Ambulance নিয়ে ভাত খেতে যান ডাক্তার ! কাল থেকে তালা ঝুলছে হাসপাতালে !
সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর স্বাস্থ্য কেন্দ্রে শনিবার রাত থেকে তালা ঝুলছে। কারণ চিকিৎসা পরিষেবা নিয়ে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। পরিষেবা না পাওয়ায় নাগরিকরা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়।