১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী। এবছর বঙ্গ বন্ধুর ১০৩ তম জন্মদিন ।এই দিনটিকে বাংলাদেশের জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয় ।১৯৯৬ সাল থেকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মত এবছরও শুক্রবার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও বাংলাদেশের শিশু দিবস উপলক্ষ্যে আগরতলার বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উওোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা । বিভিন্ন বিভাগে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারি হাই কমিশনার আরিফ মহম্মদ, ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া আসনের সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম ও ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
