২৪ মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত 12 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ৪১ তম আগরতলা বইমেলা | মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক | ৩রা মার্চ বইমেলা পরিদর্শন করবেন জি-টুয়েন্টির প্রতিনিধিরা |৪১ তম আগরতলা বইমেলা এবার অন্য মাত্রায় রূপ পেল | হাঁপানিয়া আন্তর্জাতিক মেলার মাঠে ১২ দিনব্যাপী আয়োজিত মেলায় ৩রা মার্চ মেলা পরিদর্শন করবে টি-টোয়েন্টির প্রতিনিধিরা | শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বইমেলার এক প্রস্তুতি বৈঠক | বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য দপ্তর ছাড়াও অন্যান্য দপ্তর গুলির সর্বাঙ্গীণ সহযোগিতার আহ্বান রাখেন | বলেন প্রত্যেকের সর্বাঙ্গীণ সহযোগিতায় প্রাণ উজ্জ্বল হয়ে উঠবে বইমেলা প্রাঙ্গণ |মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সরকার এদিন বৈঠক শেষে আরো জানান, এবারের বইমেলার বিশেষ তাৎপর্য হল জি-টুয়েন্টি বৈঠকের প্রতিনিধিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখবেন | তাদের আতিথেয় পরায়ণতায়বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী |বইমেলাকে সর্বাঙ্গীণ সার্থক ও আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী | তবে বইমেলার থিম এখনো নির্ধারণ করা হয়নি | আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে এবারের বইমেলার থিম |
