উদয়পুর কাঁকড়াবন ধুচিখলা এলাকায় বাইক ও গাড়ি সংঘর্ষে নিহত এক, আহত দুই। উদয়পুর বাগমা এলাকার তিন বন্ধু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাগমা থেকে কাঁকড়াবন যায়। সেখান থেকে ফেরার পথে কাঁকড়াবন ধুচিখলা এলাকায় পণ্যবাহী গাড়ি বাইকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কাঁকড়াবন অগ্নি নির্বাপক কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে কাঁকড়াবন প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে সম্রাট দে’র শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে রেফার করে। জেলা হাসপাতালে পৌছতেই চিকিৎসক সম্রাট দে’কে মৃত বলে ঘোষণা করেন। সম্রাট দে’র বাড়ি বাগমা বারভাইয়া এলাকায়। বাগমা হাই সেকেন্ডারি স্কুলে বিজ্ঞান বিভাগে এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে সে।
