কমলপুর থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পায় শনিবার গভীর রাতে। খোয়াই-কমলপুর রোডের শ্রীরামপুর নাকা পয়েন্টের সামনে গোপন সূত্রের ভিত্তিতে দুটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি ব্রাউন সুগার উদ্ধার করে। যার বাজার মূল্য ৯ কোটি টাকা হবে। পাশাপাশি তিন পান্ডাকে গ্রেফতার করে কমলপুর থানার পুলিশ।