সাইবার ক্রাইম মামলায় ২২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে তেলিয়ামুরা এলাকার তিন যুবককে গ্রেফতার করল কেরল পুলিশ । অভিযুক্ত তিন যুবকের নাম কুমার জমাতিয়া সরোজ দেববর্মা সঞ্জিত দেববর্মা। জানা যায় গত দুমাস পূর্বে বহিঃ রাজ্য তথা কেরলের তিরুবন্দমপুর এলাকার সারা স্বাথি নামক এক মহিলার সাথে অভিযুক্ত তিন যুবকের মধ্যে কোন এক যুবকের সামাজিক মাধ্যমে ভালোবাসার সম্পর্ক হয়, এবং ওই যুবক জর্ডন হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দেয় ওই মহিলার কাছে । পরবর্তী সময় তাদের মধ্যে সামাজিক চ্যাট চলতে থাকে, দুমাস পর ওই মহিলা ভুয়ো ডাক্তারের কাছে বিয়ের প্রস্তাব জানালে, ভুয়ো ডাক্তার ওই মহিলার কাছে তার অর্থনৈতিক সমস্যার কথা জানালে,ওই মহিলা তাকে অর্থনৈতিক ভাবে সাহায্য করবে বলে শিকার করলে, ওই যুবক তখন অনেক জর্ডানে নিয়ে যাওয়া এবং বিয়ে করার অফিসিয়াল খরচ বাবাদ ২২ লক্ষ ৭৫ হাজার টাকা দাবি করলে, ওই মহিলা অভিযুক্ত তিন যুবকের ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ২২ লক্ষ ৭৫ হাজার টাকা পাঠিয়ে দেবার পর ওই যুবক ওই মহিলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নেয়, পরবর্তী সময়ে সারা স্বাথী নামক ওই মহিলা স্থানীয় সাইবার ক্রাইম ব্রাঞ্চে একটি মামলা করেন। মামলা হাতে নিয়ে কেরল পুলিশ তদন্ত শুরু করে,এবং তদন্ত ক্রমে ১৮ মার্চ শনিবার তেলিয়ামুড়া থানার সহযোগিতায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে কেরল পুলিশ । রবিবার সকালে সাত দিনের ট্রানজিট রিমান্ড চেয়ে খোয়াই জেলা ও দায়রা আদালতে অভিযুক্তদের সুপার্দ করে কেরল পুলিশ। আদালত সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে, সাতদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তদের কেরল পুলিশের হাতে তুলে দেয়। রবিবার সন্ধ্যায় অভিযুক্তদের কেরলে নিয়ে যাবে কেরল পুলিশ । তবে এই মামলায় বেশ কয়েকজন জড়িত রয়েছে,বা রিমান্ড শেষে আরো কয়েকজনের নাম উঠে আসবে পারে এমনটাই জানালেন সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আঠারোমুড়ার ঘন বনাঞ্চল ন্যাড়া মাথার মতো রূপ নিচ্ছে, খোয়াই নদী তার নাব্যতা হারাচ্ছে এবং পাহাড় বৃষ্টির জল ধরে রাখতে পারছে না
Next post তিন দোকানে দুঃসাহসিক চুরি
%d bloggers like this: