জটিল রোগে আক্রান্ত শিশু, সাহায্য চাইলেন অসহায় মা

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ডুকলি ব্লকের শ্রীনগর আম্বেদকরপল্লী এলাকার প্রাণতোষ ঋষি দাসের ৭ বছরের ছেলে রাজদ্বীপ। তার মায়ের কথা অনুযায়ী ছেলের প্রাণ রক্ষার জন্য চেন্নাইস্থিত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। তারা নিজেদের সবকিছু বিক্রি করে দিয়েছেন আগেই। এখন সবার সহযোগিতা ছাড়া শিশুর চিকিৎসা করানো সম্ভব হবে না। তাই রাজদ্বীপের মায়ের কাতর আর্জি ছেলের প্রাণ রক্ষা করুণ।