রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে বদ্ধ পরিকর । তাই তিনি রাজ্যে রক্তের সংকট দূর করতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর হকার্স কর্নার রোডস্হিত স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই উপলক্ষে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশন এর তরফ থেকে। সম্মেলনে এসোসিয়েশনের কর্মকর্তারা জানান, আগামী ২৯শে মার্চ স্বস্তি বাজার মার্কেটে অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবির । আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি দলের রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা ।