আমবাসা মহকুমায় পানীয় জল বিদ্যুৎ সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে প্রশাসন | একই দিনে বিভিন্ন স্থান পরিদর্শন করেছে সরকারি প্রতিনিধিরা | পানীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এল প্রশাসন। আমবাসা পৌর এলাকা সহ আশপাশ এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলছে প্রশাসন। শনিবার আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, কাউন্সিলর শংকর চক্রবর্তী, ডি ডব্লিউএস আমবাসা ডিভিশনের এসডিও সহ এক প্রতিনিধি দল আমবাসা মহকুমার পানীয় জলের উৎস স্থল গুলি পরিদর্শন করলেন। প্রথমে প্রতিনিধি দলটি আমবাসা মহকুমার হরিণমারা এলাকায় ধলাই নদীর উপর পানীয় জলের যে ইনটেক মেশিন বসানো হয়েছে সেই জায়গাটি পরিদর্শন করেন। তারপর কুলাই ঠাকুরপল্লী এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন। হরিণমারাস্থিত ধলাই নদীর উপর যে ইনটেক মেশিনটি রয়েছে অর্থাৎ যেখান থেকে জল সংগ্রহ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসে সেই জায়গায় জলের নাব্যতা তেমন নেই। তাই জলের গভীরতা বাড়ানোর লক্ষ্যে সেই জায়গায় ধলাই নদীর উপর একটি বাঁধ তৈরি করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। যার ফলে পানীয় জল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সঠিকভাবে পৌঁছানো সম্ভব হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্লেন্টি পরিদর্শনকালে প্রতিনিধি দলটি লক্ষ্য করতে পারেন বিদ্যুতের কিছুটা সমস্যা রয়েছে। অনেক সময় বিদ্যুৎ না থাকার কারণে ট্রিটমেন্ট প্লান্ট এর কাজ বন্ধ থাকে। তাই বিদ্যুৎ পরিষেবা যাতে স্থায়ীভাবে সমাধান করা যায় সেই বিষয়টাও উনারা সমাধান করার চেষ্টা করবেন। সবকিছু সমস্যা অতি শীঘ্রই সমাধান হলে আমবাসা পৌর এলাকাসহ আশপাশ এলাকায় পানীয় জলের তেমন কোন সমস্যা থাকবে না বলে জানান মহকুমা শাসক।প্রসঙ্গত প্রতিবছরই সুখামরশুমে আমবাসা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সমস্যা তৈরি হয় | এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজছে ডিডব্লিউএস দপ্তর | ধারণা করা যাচ্ছে অচিরেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে দপ্তর কর্মীরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এলাকার বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ দিয়ে পরি দর্শনে বেরিয়েছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা |
Next post গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান।
%d bloggers like this: