ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পুরোনো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নতুন গাইডলাইন জারি করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ l পুনরায় ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরা সহ কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষত, শিশু ও বয়স্কদের বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন রাজেশ ভূষণ। পাশাপাশি কোন রাজ্যগুলিতে করোনা উদ্বেগ বাড়িয়েছে, তার উল্লেখ করে কোভিড টেস্টের হার বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে। সারা দেশে কোভিড হাসপাতালগুলিতে মহড়া চালানোরও পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।জানা গিয়েছে, শনিবার স্বাস্থ্য মন্ত্রকের জারি করা গাইড লাইনে বলা হয়েছে, মূলত জানুয়ারি থেকে মার্চ এবং অগাস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশে কোভিডের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরল, এই রাজ্যে মোট আক্রান্তের হার ২৬.৪ শতাংশ l