তেলিয়ামুড়া প্রতিনিধি :- পাহাড়ি প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সমতল ভূমি গোটা রাজ্যের মধ্যেই চরম জল সংকট এ কোন নতুন ঘটনা নয় ! হউক তা পানীয় জল আর হউক বা কৃষিকাজের সেচ প্রকল্পের জন্য ব্যবহৃত জল । এ যেন বরাবরের মতোই নিত্য দিনেকার এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণের সামনে । তীব্র দাবদাহের মধ্যেই ফের একবার জলের দাবিতে সড়ক অবরোধ করলো স্থানীয় কৃষি প্রধান চামপ্লাই এলাকার সকল গ্রামবাসীরা । ঘটনা আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ । দীর্ঘ ৩ ঘন্টা যাবৎ চলে সড়ক অবরোধ । উল্লেখ্য, দীর্ঘ ১ বছর যাবৎ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন স্থানীয় গ্রামীন ও কৃষি প্রধান চামপ্লাই এলাকায় সকল গ্রামবাসীরা বর্তমানের শোখা মরসুমে জমিতে কৃষি কাজে অর্থাৎ ফসল তলাতে বারংবার বাঁধাগ্রস্ত হয়ে পড়ছেন শুধুমাত্র জলের কারনে । কারণঃ তথাকথিত কৃষি প্রধান এলাকায় মাত্র স্থায়ী ২ টি জলের মটর মেশিন দীর্ঘ বছর যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে । এমনকি জলের পাইপ ও পড়ে আছে দুর্দশাগ্রস্ত অবস্থায় । গ্রামবাসীর তরফ থেকে বারংবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত থেকে শুরু করে মৌখিক অভিযোগ অর্থাৎ গ্রামের প্রধানকেও দফায় দফায় জানানোর পরেও প্রশাসনিক আমলাদের কোন প্রকার হেলদুল নেই বললেই চলে । প্রত্যুত্তরে প্রশাসনিক আমলাদের তরফ থেকে চলে শুধুমাত্র অজুহাত আর অজুহাত । অতঃপর তারই পরিপ্রেক্ষিতে ধৈর্য্য হারা হয়ে এই তীব্র রৌদ্রের দাবদাহের মধ্যেই স্থানীয় কৃষি প্রধান চামপ্লাই সকল কৃষক কূল আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে তেলিয়ামুড়া ঘিলাতলী সড়ক অবরোধ করে বসে । ফলে দু’পাশে আটকে পড়ে বেশ কিছু ছোট বড়ো যাত্রীবাহী পন্যবাহী গাড়ি ও পথ চলতি সাধারণ মানুষ ও বিদ্যালয়ের পরীক্ষায় আসা ছাত্র ছাত্রীরা । দীর্ঘ ৩ ঘন্টার অবরোধে তীব্র দাবদাহের মধ্যে যেন পথ চলতি একাংশ সাধারণ মানুষ হেনস্থার শিকার । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই তড়িঘরি করে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয় ও বারংবার আকুতি মিনতি সহ আজ সন্ধ্যার মধ্যে জলের ব্যবস্থা সহ ২ টো মটর সারিয়ে তুলার ব্যবস্থা করা হবে আশ্বাস দিলে ও অবরোধ তুলে নেওয়ার জন্য বললেও কাজের কাজ কিছুই হয় নি । সাধারণ কৃষক কূলের শুধুমাত্র একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত মটর ও জলের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ অবরোধ উঠবে না । প্রশাসনিক আমলাদের মুখভরা বুলি ও গালভরা প্রতিশ্রুতি যেন এক প্রকার মানতে নারাজ অবরোধকারীরা ।।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কাজের সূত্রে চেন্নাই যাওয়া ত্রিপুরার মেয়ের ফাঁসিতে আত্মহত্যা ঘিরে এলাকায় শোকের ছায়া
Next post বিশালাকার অজগর সাপ উদ্ধার বিশালগড়ে
%d bloggers like this: