বিলোনিয়া টুগেদারনেশের উদ্যোগে রবিবার সকালে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর টিআরটিসি কমপ্লেক্সে। রক্তদান শিবির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাস ও টিআরটিসি চেয়ারম্যান অভিজিৎ দেব। শিবিরে রক্তদানে পুনরায় সকলকে এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী lএকই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে উৎসাহিত হয়ে রবিবার ছুটির দিনে এক রক্তদান শিবির এর আয়োজন করে Rotatact Club l রাজধানীর আই এম এ হাউজে হয় এই রক্তদান শিবির l শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ আরো অনেকে l এদিন মুখ্যমন্ত্রী শিবিরটি ঘুরে দেখেন ও রক্ত দাতা দের সঙ্গে কথা বলেন l শিবিরে মুখ্যমন্ত্রী সকলকে রক্ত দানে উৎসাহিত করেন l প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে রক্ত সঙ্কট চলছে l তাই রক্তের ঘাটতির যোগান দিতেই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী