এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সভা অনুষ্ঠিত হয় AMC সোসাইটি হলে। সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। যার মধ্যে উল্লেখ্য যোগ্য বিষয় টি হলো জুন মাসে সি ডিভিশন ও মহিলা লীগ, জুলাই মাসে বি-ডিভিশন ও আগষ্ট – সেপ্টেম্বর রাখাল শিল্ড নক আউট ও প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে। ।
সভায় উপস্থিত ছিলেন টি.এফ.এ সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, সহ-সভাপতি রুপক সাহা, যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত, টি.এফ.এ অন্যান্য সদস্যরা সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা।