আগামী ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ১০০ দিনের কাজে মজুরি বৃদ্ধি করা হবে। তবে এই মজুরি বৃদ্ধি বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন ধার্য করা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবথেকে বেশি দৈনিক মজুরি পাবেন হরিয়ানার ১০০ দিনের কর্মীরা। তাঁদের দৈনিক মজুরি ৩৫৭ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, সবথেকে কম মজুরি মধ্য প্রদেশ ও ছত্তিসগঢ়ে, একদিনের মজুরি ২২১ টাকা।মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনের অধীনে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়।জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যে ১০০ দিনের কর্মীদের দৈনিক মজুরি ৭ টাকা থেকে ২৬ টাকা অবধি বাড়ানো হয়েছে। আগামী ১লা এপ্রিল থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। গত বছরের মজুরির তুলনায় এ বছরে ১০০ দিনের কাজে মজুরি সবথেকে বেশি বেড়েছে রাজস্থানে। ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে রাজস্থানে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি ছিল ২৩১ টাকা, তা আসন্ন অর্থবর্ষের জন্য বাড়িয়ে ২৫৫ টাকা করা হয়েছে। বিহার ও ঝাড়খণ্ডেও গত বছরের তুলনায় এ বছরে ১০০ দিনের কাজে দৈনিক মজুরির হার ৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত বছর এই দুই রাজ্যে দৈনিক মজুরি ছিল ২১০ টাকা। এবার তা বাড়িয়ে ২২৮ টাকা করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে মহকুমা এলাকার তিন বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়
Next post ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন’ করা হয়েছে।
%d bloggers like this: