রেলের আধুনিকীকরণের জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তা ট্রেনের মানোন্নয়নই হোক কিংবা স্টেশনের পুনর্নির্মাণ। সর্বত্র বিশ্বমানের সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। সরকারের পরিকল্পনা অনুযায়ী রেল স্টেশনগুলিতে, বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে, তবে সেগুলি হবে অনেক সাশ্রয়ী। বিমানবন্দরের মত ব্যয় বহুল হবে না। এর মধ্যে উত্তরপ্রদেশের ঝাঁসি রেলস্টেশনকেও অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার প্রধানমন্ত্রী মোদী টুইটারে ঝাঁসি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের পরিকল্পনা শেয়ার করেছেন। আগামী দিনে ঝাঁসি রেল স্টেশনের চেহারা হবে বিমান বন্দরের মতো। পাঁচ তারা হোটেলের মত সুবিধা পাওয়া যাবে। রেল স্টেশনটি পুনর্নির্মাণে কত খরচ হবে, তা এখনও জানানো হয়নি।
ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন’ করা হয়েছে। স্টেশনটির দেখতে হবে অবিকল ঝাঁসির রাণীর প্রাসাদের মত। এতে বিশ্বমানের সুবিধা পাবেন যাত্রীরা। এই স্টেশনের বাইরে তৈরি করা হবে একটি ‘হেরিটেজ ওয়াক’। সেখানে হাঁটাহাঁটি করলে কারোর মনে হবে যেন ঝাঁসির রানীর প্রাসাদে আছেন তিনি। যাত্রীদের থাকার জন্য স্টেশনে একটি বিলাসবহুল ওয়েটিং এরিয়াও তৈরি করা হবে। সেখানে সাধারণ মানুষ তাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ১০০ দিনের কাজে মজুরি বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার l আগামী এপ্রিল মাস থেকেই এই মজুরি বৃদ্ধি করা হবে।
Next post সোমবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মশার সমস্যা সমাধান, ম্যালেরিয়া ও ডেঙ্গু বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়
%d bloggers like this: