প্রয়াত হলেন ককবরক কবি, সাহিত্যক চন্দ্র কান্ত মুড়াসিং l সোমবার সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যের সনামধ্যন্য ককবরক কবি, সাহিত্যক চন্দ্র কান্ত মুড়াসিং হূূদরোগে আক্রান্ত হয় l এরপর উনাকে জিবি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় উনার। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৬ বছর l উনার স্ত্রী, ২ পুএ ও এক কন্য সহ নাতি নাতনি বর্তমান l বহু আত্মীয় পরিজন রেখে গেছেন তিনি। উনার মৃতদেহ সতকার করা হয় সোনামুড়ার তৈবান্দাল গ্রামে l প্রসঙ্গত, রাজ্যে ককবরক কবি, সাহিত্যক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে চন্দ্র কান্ত মুড়াসিং l