২০২২ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিংক সংযুক্তিকরণ করে ফেলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এক বছরের সেই সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয়। ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় কেন্দ্র। যদিও এই পদক্ষেপ ঘিরে সমালোচনার মুখে পড়েছে সরকার। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আধার কার্ড ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময় বাড়াতে অনুরোধ করেন তিনি।সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সেখানে এই সংযুক্তিকরণের সময় বাড়ানোর কথাই ঘোষণা করা হবে। আগামী ৩১ মার্চের পর আরও দুই-তিন মাস পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। যদিও জরিমানা লাগবে এই কজের জন্য। বর্তমানে প্যান কার্ড ও আধার কার্ড লিংক করতে গেলে এক হাজার টাকা জরিমানা দিতে হয়। সময়সীমা বাড়লে জরিমানার অঙ্কও বাড়তে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।