মঙ্গলবার ছিল রাজ্য বিধানসভা অধিবেশনের শেষ দিন। এদিন ২০২৩ সালের টি বি এস ই পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষার পরীক্ষায় একটি নির্দিষ্ট হরফে লিখতে বাধ্যতা মূলক করার সম্পর্কে আলোচনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হবে এই বিষয়ে আলোচনা করতে । পাশাপাশি এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তাও দেখা হবে । কিন্তু মুখ্যমন্ত্রীর জবাব সন্তোষ জনক না হওয়ায় বিরোধীরা তথা তিপ্রা মথা দলের বিধায়করা বিক্ষোভ দেখান । এরপর পরিস্থিতি উওপ্ত হয়ে উঠলে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতবী করে দেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন।