আজ মহা অষ্টমী। বাসন্তী পুজোর অষ্টমী তিথি পালিত হচ্ছে রাজ্যজুড়ে। ইতিহাস অনুসারে এই বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গাপুজো। বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখন মন্দিরে, মন্দিরে, ক্লাবে ক্লাবে ও অনেকের বাড়িতেও হয়ে থাকে। মহা অষ্টমীর সকাল থেকেই ধর্মীয় রীতি নীতি মেনে রাজধানীর দুর্গাবাড়িতে পূজিতা হচ্ছেন মা বাসন্তী। এই অষ্টমী পুজাকে কেন্দ্র করে সকাল থেকেই দূর্গাবাড়িতে অষ্টমী পুজা দেখতে দুর-দুরান্ত থেকে দলে দলে ভক্তরা এসে জড়ো হন। এদিন সকালে প্রথমে মায়ের আরতি হয় , এরপর মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। সবশেষে হয় বলি পর্ব। বলি দেখতে দুর্গা বাড়িতে ছিল উপচে পড়া ভিড়। তবে আজ রাত সাড়ে ১০টার পরই নবমী তিথি শুরু হয়ে যাবে। রাতে নবমী তিথি শুরু হয়ে গেলেও নবমী পুজা হবে আগামীকাল সকালেই। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দূর্গা বাড়ির পুরোহিত