বহু দিন ধরেই এলাকাবাসীরা নেশাকারবারীদের ধরতে মাঠে নেমেছিল । অবশেষে মঙ্গলবার গভীর রাতে যোগেন্দ্র নগর রেল স্টেশন এলাকায় একটি মারুতি গাড়ি নিয়ে এলাকায় ঘুরে নেশা সামগ্রী বিক্রি করার সময় এলাকাবাসীরা একত্র হয়ে মারুতি গাড়ি সহ ওই পাঁচ যুবক তথা নেশাকারবারিদের হাতে নাতে ধরে ফেলে। এরপর তাদের কাছ থেকে বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে এলাকাবাসীরা। ধৃতদের উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং পাঁচ যুবককে উদ্ধার করে পূর্ব থানায় নিয়ে আসে ।এবিষয়ে এলাকাবাসীরা অভিযোগ করেন, পাঁচজন যুবক প্রতিনিয়ত এলাকায় নেশা সামগ্রী বিক্রি করার ফলে ধ্বংসের মুখে যাচ্ছে যুব সমাজ।এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় এলাকাবাসীরা।