২৯শে মার্চ বুধবার তিন বীরঙ্গনা কন্যা কুমারী, মধুতী ও রুপশ্রীর শহীদান দিবস। এবছর ৭৪তম শহিদান দিবস। প্রতি বছরের মত এবছরও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করল সি পি আই এম দল। এদিন শহীদান দিবস পালন করা হয় রাজধানীর সিপিআইএম কার্যালয়ে৷ প্রথমে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত CPIM দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা৷ পাশাপাশি নীরবতাও পালন করা হয়।এক সাক্ষাৎকারে দলের রাজ্য সম্পাদক বলেন, ১৯৪৯ সালের ২৯শে মার্চ এই তিন বীরঙ্গনা কন্যা কুমারী, মধুতী ও রুপশ্রী শহিদ হয়েছিলেন। আজ তাদের ৭৪ তম শহীদান দিবস । তাদের অবদান কখনো ভুলার নয় বলে তিনি জানান।