২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচন মে মাসেই হওয়ার কথা ছিল। আগামী ২৪ মে’র মধ্যেই নতুন সরকার গঠন করার কথা। অবশেষে বুধবার নির্বাচন কমিশন জানিয়ে দিল নির্বাচনের দিনক্ষণ। তবে রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাড়ের উপ নির্বাচন এখনই নয়। উল্লেখ্য, এর আগের বার নির্বাচন হয়েছিল ২০১৮ সালের মে মাসে।এবারের নির্বাচনে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। জেডিএসও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৮ সালে জেডিএসের সঙ্গে হাত মিলিয়েই রাজ্যে সরকার গড়েছিল কংগ্রেস। কিন্তু পরের বছরই ক্ষমতায় আসে বিজেপি। জোট থেকে ‘বিদ্রোহী’ বিধায়কদের সমর্থন আদায় করেই কর্ণাটকের মসনদে বসে দল। প্রথমে ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী করলেও পরে তাঁর জায়গায় ২০২১ সালের জুলাই মাসে নতুন মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বম্মাই। এই মুহূর্তে কর্ণাটকে বিজেপি বিধায়কের সংখ্যা ১২১। কংগ্রেস ৭০ ও জেডিএস ৩০।