রাজ্যে ভোট গননার পরেও নির্বাচনোওর সন্ত্রাস চলেই যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্বেও সে যেনো কমছে না তাহলে কী ওনার দলের কর্মীরাই ওনাকে অমান্য করে যাচ্ছে এরকমই একটি দৃষ্টান্তের নজির মজলিশপুর বিধানসভার জিরানিয়ায় ঘটনার বিবরণে জানা যায় জিরানিয়া নিবাসী এক বামকর্মীর উপরআঘাত আনে কিছু দুস্কৃতিকারী দল তার একটাই অপরাধ সে বাম সমর্থক…নির্বাচনের পর থেকেই সেই বাম কর্মী বাড়ির বাইরে ছিল কিন্ত বুধবার সে কোনো এক কারন বসত বাড়ি যায় বাড়িতে গিয়ে সে যখন বিকেলে রাস্তায় বের হয় তখন তাকে সেখানে দেখার পর কিছু বিজেপি কর্মী তার উপর হামলে পরে এবং তাকে এলোপাথাড়ি মারধোর করে আধমরা অবস্থায় ফেলে চলে যায় তারপর সেখানকার প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিরানিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে তাকে সেখানে আনার সাথে সাথেই চলে যান বাম আমলের প্রাক্তন মন্ত্রী মানিক দে সিপিএম পশ্চিম এিপুরা জেলার সম্পাদক রতন দাস সহ পার্টির অন্যান্য নেতৃত্ব মধুসূদন দাস তপন দাস প্রাক্তন মন্ত্রী সাংবাদিকের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান