আজ মহা নবমী।এদিন সকাল থেকেই ধর্মীয় রীতি নীতি মেনে রাজধানীর দুর্গাবাড়িতে পূজিতা হচ্ছেন স্ব-পরিবারে মা বাসন্তী। আর এই নবমী পুজাকে কেন্দ্র করে সকাল থেকেই দূর্গাবাড়িতে লোকজন পুজা দেখতে দুর-দুরান্ত থেকে আসে। সকালে প্রথমে মা’কে স্নান করার পর পূার্চনা করে আরতি করা হয়। এরপর মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। অষ্টমি পূজার দিনে দুর্গা বাড়িতে যেমন ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। তেমনি নবমীর সকালেও ছিল ভক্তদের ভিড়। আগামীকাল দশমী । অর্থাৎ মায়ের বিদায়ের পালা । আগামীকাল সকাল আট’টায় দশমী পুজা হবে। এরপর সন্ধ্যা ছয়টায় হবে মায়ের বিসর্জন।। এখন থেকেই যেন সর্বত্র বিষাদের সুর।কথায় আছে, ‘’ যেতে দিতে ইচ্ছে হয় না, তবু যেতে দিতে। কারন আসছে বছর আবার হবে।