বিশালগড় হাসা হোসেন পাড়া এলাকায় মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে কাজের উদ্দেশ্যে প্রচুর টাকা খরচ করেন l কিন্তু তাতে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মুজিবুর রহমান। বৃহস্পতিবার হাসান হোসেন পাড়া এলাকায় মুজিবুর রহমান আচমকা এলাকার কয়েকজন ব্যক্তির উপর ধারালো দা দিয়ে আক্রমণ শুরু করে বলে অভিযোগ। মুজিবুর রহমানের আক্রমনে পঞ্চায়েতের জিআরএস সাহা জুল ইসলাম সহ এক মহিলা সহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়।পরবর্তী সময়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মুজিবুর রহমানকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন l এরপর খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা।তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে মানসিক ভারসাম্যহীন মুজিবুর রহমানকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে মানসিক ভারসাম্যহীন মুজিবুর রহমানের অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে এর রেফার করে দেন।এই নিয়ে গোটা এলাকায় এক আতঙ্ক বিরাজ করছে। এখন গোটা এলাকায় মোতায়ন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী।