বৃহস্পতিবার দুপুরে টাউন সোনামুড়া এলাকার বাসিন্দা রসিদ মিয়া স্মান সেরে নামাজ পড়ছিলেন।এমন সময় হঠাৎ উনার ছেলে মহরম আলী হাতে বিশাল এক লাঠি নিয়ে এসে বাবা রসিদ মিয়াকে মাথায় আঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন এসে দেখেন রসিদ মিয়া মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই রসিদ মিয়া কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রসিদ মিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বাড়ির লোকজন জানান, মহরম আলী প্রায়ই নেশা গ্ৰস্ত অবস্থায় থাকে। পুলিশ মহরম আলীকে নিজেদের জালে তোলার জন্য মাঠে নেমেছে।এখন দেখার বিষয় পুলিশ আসামী মহরম আলী কে জালে তোলতে পারে কিনা। এলাকার লোকজন সহ পরিবারের সবাই মহরমের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।