সম কাজে সম বেতন না পাওয়ার কারনে এবার মাঠে নামল সাফাই কর্মীরা । সম কাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে শনিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিল অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘ। এদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে এক প্রতিনিধি দল গিয়ে এদিন শ্রম কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হয় এবং দাবি দাওয়া সংক্রান্ত স্মারক লিপি উনার হাতে তুলে দেন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সচীব তনুজ সাহা সহ আরও অনেকে। এদিন বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব জানান, রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন জারি করেছে , তাতে বলা হয়েছে ১,১০, ২০২২ থেকে প্রতিটি সেক্টরের ডেইলি ওয়েজেজ সাফাই কর্মীরা প্রতিদিন ৩০০ টাকা করে পাবে। কিন্তু তাদের সেই টাকা দেওয়া হচ্ছে না। তাদেরকে সম কাজে সম বেতন না দেওয়ার কারনেই তারা আজ শ্রম কমিশনারের দ্বারস্হ হয়েছে বলে জানান ওই নেতৃত্ব । এখন দেখার কি পদক্ষেপ নেয় শ্রম কমিশনার।