শনিবার অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল রূপক সূত্রধর নামে ৩৩ বছরের এক ব্যাংক কর্মী। ঘটনা নন্দননগর এলাকায় । এদিন বাড়ি থেকে বাইক নিয়ে ব্যাংকে আসার পথে নন্দনগর এলাকায় দ্রুতগামী একটি অটো গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রূপক সূত্রধ। এরপর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রূপক সূত্রধরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক কর্মী রূপক সূত্রধর। দুর্ঘটনার পর জিবি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা অটো চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।