রাজ্যে ফের রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। এবারের ঘটনা জিরানিয়া উত্তর জয়নগর এলাকায়। মৃত যুবকের নাম অভিরাম দেববর্মা। বয়স ৩৫ বছর। বাড়ি মান্দাই থানাধীন ছয়ঘড়িয়া এলাকায়। তবে অভিরামের মৃত্যু দুর্ঘটনা না আত্মহত্যা, তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী রেললাইনে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় জিরানিয়া থানার পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে রেল লাইনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন। তারাই মৃতদেহটি সনাক্ত করেন। রেলে কাটা পড়ে আবারও যুবকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।