নিখোঁজ হয়ে গেল উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের নবম শ্রেণীর এক ছাএ।গত শনিবার বিকালে রাধা কিশোর পুর থানাধীন পিএা ফাঁড়ী অন্তর্গত পিএা পাল এলাকার বাসিন্দার অরুণ সরকার তার ছেলে চয়ন সরকারকে প্রাইভেট টিউশনে পড়তে না যায়নি কিসের জন্য জিজ্ঞাসা করলে রাগে অভিমানে শনিবার দুপুর তিনটা নাগাদ বাড়িতে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও ছেলে চয়ন বাড়িতে না আসায় আত্মীয়- স্বজন থেকে শুরু করে ছেলে বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ নিয়েও ছেলের সন্ধান না পাওয়ায় কান্নাই ভেঙ্গে পড়েন মা বাবা সহ বড় বোন। এদিকে একমাত্র সন্তানকে না পেয়ে শনিবার সন্ধ্যায় প্রথমে পিএা ফাঁড়ী থানাতে ছেলে নিখোঁজ ডায়েরি করেন। পরে শনিবার রাতে অসহায় হয়ে বুক ভরা কষ্ট নিয়ে রাধা কিশোর পুর থানায় হয় মা বাবা সহ বড় বোন। এদিকে রাধা কিশোর পুর থানার পুলিশ অরুণ সরকারকে আশ্বাস দিয়েছেন ছেলে চয়নকে শীঘ্রই উদ্ধার করে তাদের হাতে তুলে দেবেন। এই অপেক্ষায় বসে আছেন চয়নের মা বাবা l