রবিবার লঙ্কামুরা এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যা বেলায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল জয় দেবনাথ নামে সাড়ে তিন বছরের এক শিশুর। মৃত শিশুর দাদু জানান, রবিবার সকালে তার মেয়ে সাড়ে তিন বছরের নাতিকে নিয়ে বাড়িতে আসে। সন্ধ্যার সময় সকলের চোখের আড়ালে পাশের বাড়ির একটি পুকুরের মধ্যে খেলতে খেলতে পড়ে যায়। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর মৃত শিশুর মা ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে শুরু করে। অবশেষে সন্ধ্যা বেলায় পুকুরের মধ্যে ছেলের মৃত দেহটি ভেসে উঠে। শিশুর মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসে পরিবারের লোকজন। এরপর শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষার পর জয় দেবনাথকে মৃত বলে ঘোষণা করে। পরে তার মৃত দেহটি জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ময়না তদন্তের জন্য। সোমবার জয় দেবনাথ এর মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একমাত্র ছেলেকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে মা বাবা সহ আত্মীয় পরিজনরা।