নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল খোয়াই পুলিশl গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া এবং বাইজাল পুলিশ ফাঁড়ির ওসি রথীন দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে বহিঃ রাজ্যের একটি পণ্য বাহী গাড়ী থেকে ১৪২ কেজি গাঁজা সহ গাড়ীর চালককে আটক করল পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিন এর মত খোয়াই বইজালবাড়ি এলাকায় নাকা চেকিং এ বসে বাইজাল ফাঁড়ির পুলিশ । নাকা চেকিং চলাকালীন ফাঁড়ির ওসি রথীন দেববর্মার কাছে একটি গোপন খবর আসে বহিঃ রাজ্যের একটি গাড়ি করে লক্ষাধিক টাকার গাঁজা পাচার হতে যাচ্ছে l সেই মোতাবেক খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া এবং রথীন দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বহিঃ রাজ্যের পণ্য বাহী গাড়ী থেকে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ সাথে গাড়ীর চালককেও আটক করে l আটক করা গাড়ী চালকের নাম আখিরোল ইসলাম , বাড়ি ত্রিপুরার পার্শ্ববর্তি রাজ্য অসমের বনগাই গাও জেলায়। অন্যদিকে উদ্ধারকৃত গাঁজা গুলো সিধাই থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া।