দেশে করোনা পরিস্থিতি বর্তমানে বাড় –বাড়ন্ত । গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে বাড়তে বৃহস্পতিবার তা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৩৫ জন। যা বুধবার থেকে প্রায় ২০ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশের কোভিড সংক্রমণ শেষ বার ৫ হাজার ছাড়িয়েছিল।তবে ২৩ সেপ্টেম্বরের পর ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল। তার পর থেকে তা কমতে শুরু করে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তা ফের বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ২৫ হাজার ৫৮৭ জন।দেশের দৈনিক সংক্রমণ গত সপ্তাহের থেকে প্রায় ২০ শতাংশ বেড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৬ জন সুস্থ হয়ে উঠেছে। সব মিলিয়ে গোটা অতিমারি পর্বে দেশে ৪.৪৭ কোটি আক্রান্তের মধ্যে ৪.৪১ কোটি সুস্থ হয়েছে। দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এর পাশাপাশি সংক্রমণের বৃদ্ধি দৈনিক সংক্রমণের হারও বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার ৩.৩২ শতাংশে পৌঁছে গিয়েছে। কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাট , দিল্লি, হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। তামিলনাড়ুতেও তা ধারাবাহিক ভাবে বাড়ছে। সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস l এই উপলক্ষে কৈলাসহরের লিও ক্লাব এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
Next post বাঁশ বিক্রি করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল ৬২ বছরের নিখিল ঋষি দাস নামে এক ব্যক্তি।
%d bloggers like this: