বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহা মন্ডলীর রাজ্য বৈষ্ণব ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।আয়োজিত সম্মেলনে ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহা মন্ডলীর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সদর বিভাগীয় কমিটি পুনঃ গঠন করা হয়। পাশাপাশি সোনামুড়া কমিটি ও বিভিন্ন জায়গার কমিটিকে অনুমোদন দেওয়া হয় এই সম্মেলনের মাধ্যমে। প্রতি চার বছর পর পর এই অনুষ্ঠান হয়। একই ভাবে চার বছর পর পর আগরতলায় বিশাল মহা সম্মেলনও অনুষ্ঠিত হয় বলে ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহা মন্ডলীর এক কর্মকর্তা জানান।