প্রতি বছরের মত এবছরও
কুমারঘাট মহকুমায় শুরু হল চৈএ মেলা। গ্রাম গঞ্জের বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে চৈত্রের হাটে কেনাকাটার জন্য। তাদের ধারণা চৈত্রের হাটে কম মূল এর জিনিস বিক্রি হয়। এদিকে ব্যবসায়ীরাও অপেক্ষা থাকে এই মেলার। দু পয়সা আয় করার জন্য। বৃষ্টি না আসলে মেলার কয়েক টা দিন বেচা বিক্রি ভালই হবে বলে এমনটাই অভিমত ব্যবসায়ীদের l
প্রসঙ্গত, গত 4 এপ্রিল থেকে রাজধানীতে শুরু হয়েছে চৈত্র মেলা l তা চল বে আগামী 14 এপ্রিল পর্যন্ত l
