খুমলুঙে রাতের আধারে হোন্ডাই গাড়ি ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে, সংবাদে প্রকাশ জম্পূইজলা আর বি ব্লকের অন্তর্গত খুমলুঙ বাজার সংলগ্ন এলাকায় রাতের আধারে অমূল্য দেববর্মা TR01BC0712 নাম্বারে হোন্ডাই কোম্পানির গাড়ি ইট দিয়ে ভেঙে চুরমার করে দেয় অন্যান্য দিনের মতো অমুল্য দেববর্মা বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে বাড়ির সামনে গাড়ি রেখে ঘরে চলে যান খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন শুক্রবার সকালে এসে নিজের বাড়ির মূল ঘটকের সামনে দেখতে পায় উনার হুন্ডাই কোম্পানির গাড়িটি ইট দিয়ে ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতিকারীরা। তবে আগে কখনো এরকম ঘটনা এলাকায় সংগঠিত হয়নি যা বর্তমানে হচ্ছে। অমূল্য দেববর্মা বাড়ি মান্দাই এলাকায় কর্মসূত্রে দীর্ঘ চার মাস ধরে খুমলুঙ এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকছেন। উনি কখনো রাজনীতি সঙ্গে জড়িত নয়, ব্যক্তিগত এলাকায় কখনো কাউকে চেনেন না ভালো করে জানেন না তারপরও উনার এ গাড়িটি ভেঙে চুরমার করে দেয় এলাকায় একপ্রকার উত্তেজনা বিরাজ করছে। তবে একাংশ মহলের দাবি এলাকার কিছু নেশা আসক্ত হয়ে থাকা বখাটে যুবকদের দ্বারাই এরকম ঘটনাটি হয়েছে বলে মনে করছেন এলাকার সমস্ত জনজাতি পরিবার।