খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হল। শনিবার দুপুরে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিআইজি ভি এস যাদব। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ক্রিয়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবা সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবাকে জেলা পুলিশের উদ্যোগে রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সংবর্ধনা জ্ঞাপন করেন।পাশাপাশি এই বছর মাধ্যমিক পরীক্ষায় খোয়াই জেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পড়ুয়া দীপিকা সূত্রধরের ১৫ হাজার টাকার চেক তুলে দেন। এদিন প্রায় ৪০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক বলেন, খোয়াই জেলা পুলিশকে নেশা বিরোধী অভিযানের সাফল্যে জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি যুব সমাজকে বার্তা দিতে গিয়ে বলেন, নেশা থেকে দূরে থাকার জন্য এবং স্বামী শিবানন্দ বাবার মত যোগ সাধনা করার জন্য। আরো বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রয়াস জারি রেখেছি।পুলিশের নানা সামাজিক কর্মসূচী শুরু হয়েছে যেমন রক্তদান শিবির, গরিব মেহনতি অসহায়ের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো, অসহায়দের সাহায্য করা। এদিন এই অনুষ্ঠানের শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিথিরা একে একে করে বৃক্ষরোপণ করেন। আগামী দিনের ও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান।